সারা বাংলা

সৈকতে আবারও ভেসে এলো মৃত ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এসেছে ৭ ফুট দৈর্ঘ‌্যের শুশুক প্রজাতির একটি মৃত ডলফিন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় সৈকতের দ্বিতীয় ঝাউবাগান পয়েন্টে ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, ৭ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের ডলফিনটির শরীরের মাথা ও লেজে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, জেলেদের জালের আঘাতে এর মৃত্যু হয়েছে। তারা বিষয়টি মৎস্য বিভাগ ও বন বিভাগকে জানিয়েছেন।

ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু জানান, প্রায়ই সৈকতে মৃত ডলফিন ভেসে আসছে। ডলফিন মৃত নিয়ে আসলেই আমরা উদ্বিগ্ন। মিতব্যয়ী এ প্রাণীর মৃত্যুর রহস্য উদঘাটন করা প্রয়োজন। পাশাপাশি সমুদ্রগামী সকল জেলেদের প্রশিক্ষণ দেওয়া জরুরি হয়ে উঠেছে।

পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, ডলফিনটির ময়নাতদন্তের জন্য শরীরের কিছু অংশ রেখে স্থানীয় বিট কর্মকর্তাকে মাটিচাপা দিতে বলা হয়েছে।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর তেত্রিশকানি পয়েন্টে ৫ ফুট দৈর্ঘ্যের একটিসহ এবছর বিভিন্ন প্রজাতির মোট ২১টি মৃত ডলফিন সৈকতে ভেসে আসে।