সারা বাংলা

‘মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনার পরিকল্পনা’

 

পুরো জাতিকে এক যোগে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, আর এই জন্য অবৈধ মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীদের খুঁজে বের করে তাদের আইনের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার।

শনিবার (০২ অক্টোবর) বিকেলে ফরিদপুর সার্কিট হাউজে মাদক পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুস সবুর মন্ডল।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সবুর মন্ডল বলেন, ‘জাতিকে বাঁচাতে হলে মাদক কারবারিদের থামাতে হবে।  মাদক আসক্তরা রোগী, তাদের রোগের চিকিৎসা দিতে হবে, ধরে ধরে হাজতে দিলেই সমাধান হবে না। যারা মাদক তুলে দিয়ে সমাজের ক্ষতি করছেন সেই চক্রকে চিহ্নিত করে, সেই হোতাদের আইনের আওতায় আনতে হবে। চলমান অবস্থা থেকে বের হতে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে।’

সভায় আরো বক্তব্য রাখেন এনএসআইয়ের যুগ্ম পরিচালক শহিদুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আজিজুল ইসলাম, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা প্রমুখ।