সারা বাংলা

 গাজীপুরে শ্রমিক নিহত, গাড়িতে আগুন যানচলাচল বন্ধ 

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় আলিফ ক্যাজুয়েল ওয়্যার লিমিটেড কারখানার এক শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিষ্ঠানের শ্রমিকেরা উত্তোজিত হয়ে সড়কের বাসে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার পর ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যানচলাচল বন্ধ রয়েছে। 

সোমবার (৪ অক্টোবর) দুপুর দুইটায় লাঞ্চ শেষে অফিসে প্রবেশের পথে এই দুর্ঘটনাটি ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত শ্রমিকের নাম আরিফ হোসেন। তার বয়স ২০ বছর।

পুলিশ ও প্রতিষ্ঠিনের শ্রমিকেরা জানান, লাঞ্চ শেষে অফিসে ফেরার পথে শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে আরিফ হোসেন ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার খবর পেয়ে ওই প্রতিষ্ঠানের শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে বাসে আগুন ধরিয়ে দেয়। সোমবার (৪ অক্টোবর) দুপুর ৩টায় এই রিপোর্ট লেখার সময় শ্রমিকেরা রাস্তা অবরোধ করে রেখেছিল।    গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার জাকির হোসেন জানান, সহকর্মীর নিহত হওয়ার খবর পেয়ে কারখানার শ্রমিকেরা  ক্ষিপ্ত হয়ে গাড়িতে আগুন দেয়। এখনো এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। আমরা শ্রমিকদের শান্ত করা চেষ্টা করছি।