সারা বাংলা

কণ্ঠশিল্পীর বাসায় হামলা, একজন গ্রেপ্তার 

কুমিল্লা নগরীতে ইকরাম মোস্তাফিজ পপলু নামে এক কণ্ঠশিল্পীর বাসায় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে পপলুর স্ত্রী ইশরাত জাহান মল্লিকা আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৪ অক্টোবর) দুপুরে কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনওয়ারুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এর আগে রোববার (৩ অক্টোবর) রাত ৮টার দিকে নগরীর ২ নম্বর ওয়ার্ডের ছোটরা এলাকায় কণ্ঠশিল্পীর বাসায় হামলা হয়।

পপলু জানান, রোববার রাতে হঠাৎ করেই সন্ত্রাসীরা তাঁর বাসায় প্রবেশ করে চিৎকার শুরু করে। তিনি এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করার চেষ্টা করে। তিনি কোনো রকমে নিজেকে রক্ষা করেন। পরে সন্ত্রাসীরা তাঁর স্ত্রী ইশরাত জাহারের ডান হাতে ছুরিকাঘাত করে। রাতেই থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

পপলু আরো জানান, তিনি গান গাওয়ার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় আছেন। রাজনৈতিক প্রতিহিংসার জেরেও এই হামলার ঘটনা ঘটতে পারে বলে দাবি তার।

নগরীর ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাসুদুর রহমান জানান, পপলু কুমিল্লার একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। যেই ছেলে পপলুর স্ত্রীকে ছুরিকাঘাত করেছে তার নাম বন্ধন। বাড়ি নগরীর বিষ্ণপুর এলাকায়।  

ওসি মো.আনওয়ারুল আজিম বলেন, ‘কণ্ঠশিল্পী রাতেই থানায় লিখিত দিয়েছেন।  ওই অভিযোগ সোমবার মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। ওই মামলায় বন্ধনকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’