সারা বাংলা

৬ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ছয়দিন। 

সাপ্তাহিক ছুটিসহ সোমবার (১১ অক্টোবর) থেকে আগামী শনিবার (১৬ অক্টোবর) পর্যন্ত এ বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। 

আগামী রোববার (১৭ অক্টোবর) থেকে ফের স্থলবন্দরটির কার্যক্রম শুরু হবে।

রোববার (১০ অক্টোবর) রাতে সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান রাজু রাইজিংবিডিকে এসব কথা জানান।   

আতাউর জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটি ঘোষণা করায় ভারতের মহদিপুর স্থলবন্দরে সব ধরনের কাজ বন্ধ থাকবে। ভারতের মহদিপুর স্থলবন্দর আমদানি ও রাপ্তানি গ্রুপের অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ আমাদেরকে এ তথ্য জানিয়েছেন। 

ফলে ভারতের স্থলবন্দরে ছয়দিনের ছুটি থাকায়, দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।