সারা বাংলা

পানিতে ডুবে অটোরিকশা চালকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে পুকুরে গোছল করতে গিয়ে পানিতে ডুবে সুজন (১৮) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বুধবার (১৩ অক্টোবর) সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

সুজন পৌর শহরের কাজীপাড়া জাহের মিয়ার ছেলে। তিনি অটোরিকশার চালক ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, রাত ১০টার দিকে সুজন কাজীপাড়া দরগা হাটির পুকুরে গোসল করতে যায়। তিনি ঘাটলা থেকে লাফ দিলে পানির তলদেশে নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয় কয়েকজন যুবক মিলে পানির তলদেশ থেকে সুজনকে উদ্ধার করেন। এরপর জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করে।

হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক আরিফুজ্জামান হিমেল জানান, সুজনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। ওই যুবকের ফুসফুসে পানি জমে অক্সিজেন চলাচল বন্ধ হয়ে মৃত্যু হয়।

ওসি আরও জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।