সারা বাংলা

পেট্রোলে পুড়িয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ

যশোরে শিরিন নামের এক গৃহবধূর শরীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। তবে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন স্বামীর পরিবারের লোকজন। পুলিশ বলছে পাল্টাপাল্টি অভিযোগ খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যশোর সদর উপজেলার আরবপুর মাঠপাড়া এলাকার বাসিন্দা জুয়েল সরদার প্রথম স্ত্রীর মৃত্যুর পর পলির ফুফাতো বোন শিরিনকে বিয়ে করেন। তাদের আড়াই বছরের সংসারে প্রায় গোলযোগ, কোন্দল হতো। শিরিনের পিতা খলিলুর রহমানের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে গত মঙ্গলবার দুপুরে নিজ ঘরে শিরিনকে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তার স্বামী জুয়েল সরদার। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে জুয়েল প্রতিবেশীদের নিয়ে স্ত্রীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

শিরিনের স্বজনদের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অভিযুক্ত স্বামী জুয়েল সরদার পালিয়ে আছেন। জুয়েল যশোর শহরে পেট্রোল পাম্পের কর্মচারী।

এদিকে এই হত্যার অভিযোগ অস্বীকার করেছেন স্বামী জুয়েল সরদারের মা আমেনা বেগম। তাদের দাবি, শিরিন নিজেই ঘরে থাকা মোটরসাইকেলের পেট্রোল গায়ে ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

যশোর কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ তাসমিম আলম বলেন, মৃত্যু নিয়ে ২ পরিবারের পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। অভিযোগ খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।