সারা বাংলা

নাটোরে সিঁদুর খেলা-বির্সজনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি

পূজা-অর্চনা, অঞ্জলী, দর্পন বিসর্জন আর সিঁদুর খেলার মধ্য দিয়ে নাটোরে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হয়েছে।

শুক্রবার (১৫ অক্টোবর) সকালে ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দশমী পূজা সম্পন্ন হয়। এরপর অঞ্জলী, দর্পন বিসর্জন, প্রথা অনুযায়ী হাতে অপরাজিতা বাঁধা ও সিঁদুর খেলার মাধ্যমে ভক্তবৃন্দ দেবী মহামায়াকে বিদায় জানায়। 

নির্বিঘ্নে পূজা সম্পন্ন হওয়ায় সবাই খুশি। দশমীবিহিত সব ধরনের আচার অনুষ্ঠান শেষে সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটে। এসময় সব ধর্মের দর্শকদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।

জেলা প্রশাসক মো. শামীম আহমেদ বলেন, ‘জেলায় এবছর ৩৮২টি মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে নাটোর পৌরসভার এলাকার ৩৬টি মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে পূজা। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পূজা সম্পন্ন হয়েছে।’