সারা বাংলা

শ্বাসমূলের শিল্প প্রদর্শনী ও কর্মশালা

শিল্প সংগঠন শ্বাসমূলের আয়োজনে ‘প্রকৃতি পাঠ ও নির্মিতি’ শিরোনামে শিল্প প্রদর্শনী ও কর্মশালা করা করেছে।   

গত ৯ থেকে ১৫ অ‌ক্টোবর সপ্তাহব্যাপী বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রূপধন গ্রামে এই কর্মশালা করা হয়।

এবার আয়োজনের বিষয়বস্তু ছিল ‘লোকজীবন ভিত্তিক শিল্পানুশীলন’। অংশগ্রহণকারী শিল্পীরা স্থানীয় মানুষ সঙ্গে নিয়ে তাদের শিল্পকর্ম তৈরি করেছেন। আবহমানকাল ধরে চলে আসা বাঙালি রমণীদের হাতে তৈরি নানা কারুশিল্প সংগ্রহ এবং প্রদর্শনী করেছেন। কর্মশালার শেষ দিন শিল্পীদের তৈরি স্থাপনা সব ধরনের দর্শকের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

আয়োজনে বরগুনা, খুলনা ও ঢাকা থেকে ১১ জন শিল্পী অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে রয়েছেন মনি মন্ডল, মনি মাঝি, লুবনা চর্যা, খায়রুল হাসান, মহসিনা নিপা, এমিয়্যাবল আমি, আকাশ মন্ডল, ইসরাত জাহান স্বপ্নীল, শেখ মোহাম্মদ সুমন ও তারেকুল ইসলাম। কিউরেটর ছিলেন শিল্পী খন্দকার নাছির আহাম্মদ। 

খন্দকার নাছির আহাম্মদ বলেন, ‘এমন শিল্পকর্ম আমরা আরও করবো।  বরগুনায় এটা আমাদের দ্বিতীয় আয়োজন। পরের বার অন্য কোনো বিষয় নিয়ে, আরও শিল্পীদের সমন্বয় করে, দেশের অন্য কোনো জেলার প্রত্যন্ত এলাকায় করবো। আমরা আশা করছি, ভবিষ্যতে আমাদের এই কাজের সঙ্গে শিল্পীদের পাশাপাশি অনেক বেশি স্থানীয় জনগণ সম্পৃক্ত করতে পারবো।’

উল্লেখ্য, ‘লোকজীবন ভিত্তিক শিল্পানুশীলন’ শ্বাসমূলের দ্বিতীয় আয়োজন। সংগঠনটি অনেকদিন ধরেই এমন করছে।