সারা বাংলা

হামলাকারী গ্রেপ্তার, মনোনয়নপত্র জমা দিলেন ওবায়দুর

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. ওবায়দুর রহমানের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার মো. ফয়জুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৮ এর বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মানিকগঞ্জের আদালতের পুলিশ পরিদর্শক আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, বলধারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অবশেষে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন হামলার শিকার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ওবায়দুর রহমান। শনিবার (১৬ অক্টোবর) বিকেলে সিঙ্গাইর উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব রোমান চৌধুরী মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

নির্বাচন কর্মকর্তা মাহবুব রোমান চৌধুরী জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রস্তাবকারী ও সমর্থনকারীসহ কয়েকজন উপস্থিত ছিলেন। আগামী ২১ তারিখ মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে।

শুক্রবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মো. ওবায়দুর রহমান মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য প্রস্তাবকারী ও সমর্থনকারীসহ কয়েকজনকে নিয়ে উপজেলা নির্বাচন কার্যালয়ের দিকে যান। নির্বাচন কার্যালয়ের সামনে পৌঁছালে বলধারা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ খাঁনের ছেলে মো. ফয়জুল ইসলাম খাঁনসহ কয়েকজন তাদের ওপর হামলা করে মনোয়নপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে মো. ফয়জুলকে আটক করে পুলিশে দেয়।

পরে এ ঘটনায় মামলা হলে ফয়জুলকে গ্রেপ্তার করে পুলিশ।