সারা বাংলা

বান্দরবানে হামলার অভিযোগে দুই মামলা, আসামি ৭০০

বান্দরবানের লামা উপজেলায় দুর্গাপূজা চলাকালে মন্দিরে হামলা ও হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভংচুর ও লুটপাটের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনেসহ পৃথক দুটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় প্রায় ৭০০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে চারজনকে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ বাদী হয়ে লামা থানায় ৪৮ জনের নাম উল্লেখ করে এবং ২০০ জন নাম না জানা ব্যক্তির বিরুদ্ধে মামলা করে। এছাড়া লামা বাজারে দোকান ভাঙচুর ও হামলার ঘটনায় ৯৮ জনকে এজাহার নামীয় ও ৩৫০ জনকে অজ্ঞাত আসামি করে বিশেষ ক্ষমতা আইনে আরো একটি মামলা দায়ের করা হয়। দুই মামলায় মোট ৬৯৬ জনকে আসামি করা হয়েছে ।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মর্তা্  (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, দুই মামলায় এজাহার নামীয় ১৪৬ জনকে আসামি এবং নাম না জানা ৫৫০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিষয়ে জানতে চাইরে ওসি জানান, এ মুহূর্তে কারো নাম প্রকাশ করা যাবেনা।