সারা বাংলা

ক্ষতিগ্রস্ত মন্দির সংস্কারে আর্থিক সহায়তা

নোয়াখালীর চৌমুহনীতে ক্ষতিগ্রস্ত মন্দির সংস্কারের জন্য আর্থিক সহায়তা দিয়েছেন নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। এসময় গত শুক্রবারের ঘটনায় নিহত যতন সাহা ও প্রান্ত দাসের পরিবারকেও আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) তিনি নিহত দুই পরিবারের স্বজনদের খোঁজ খবর নেন এবং তাদের সঙ্গে কিছু সময় কাটান। পরে দুই পরিবারকে দুই লাখ টাকা করে সহায়তা করেন। এরপর কয়েকটি ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন করেন এবং পাঁচটি মন্দিরে চার লাখ টাকা অনুদান দেন।

এসময় একরামুল চৌধুরী বলেন, হামলাকারী যেই হোক ভিডিও ফুটেজের মাধ্যমে সনাক্ত করে আইনের আওতায় আনা হবে। দলীয় নেতাকর্মীদের সব সময় অসহায়দের পাশে থাকারও অনুরোধ জানান তিনি।

এসময় একরামুল করিম চৌধুরীর সাথে ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্যা, নোয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান সামছুদ্দীন জেহান, জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট, যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লবসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।