সারা বাংলা

ট্রেনলাইনে অজ্ঞাত লাশের ৪০ টুকরো

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামের মীর বাজার এলাকা থেকে অজ্ঞাত লাশের ৪০ টুকরা উদ্ধার করেছে জিআরপি পুলিশ।

শুক্রবার (২২ অক্টোবর) সকালে অজ্ঞাত লাশের এসব টুকরা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁওয়ে রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শাহাদাত হোসেন।

তিনি জানান, সকালে উপজেলার রৌহা গ্রামের মীর বাজার থেকে রৌহা কারিগরী কলেজের সামনে পর্যন্ত ২ শত মিটার এলাকা জুড়ে রেললাইনের উপর ট্রেনে কাটা পড়া এক ব্যক্তির মরদেহের খন্ড বিখন্ড অংশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে ঘটনাস্থলে গিয়ে জিআরপি পুলিশ এক ব্যক্তির মরদেহের ৪০ টুকরা উদ্ধার করে।

তিনি বলেন- ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় এই লাইনে চলাচলকারী ট্রেন থেকে কিংবা ট্রেনের জোড়ায় বসে ভ্রমণ করার সময় সেখান থেকে পড়ে গিয়ে এই ব্যক্তি দুর্ঘটনার শিকার হতে পারেন। মরদেহের টুকরাগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো নিহতের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে, তার বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হবে বলেও জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত ১০ টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা ফারুক মিয়া (৩০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। তিনি পৌর শহরের ষোলহাসিয়া এলাকায় শাহজাহান মিয়ার ছেলে।