সারা বাংলা

মনোনয়ন ফরম সংশোধনের নামে উৎকোচ গ্রহণের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বোয়ালিয়া ও চৌডলা ইউনিয়নের প্রার্থীদের মনোনয়ন ফরমের ভুল সংশোধনের নামে নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা অফিসারের বিরুদ্ধে উৎকোচ গ্রহণের অভিযোগ উঠেছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রার্থী জানান, উৎকোচের টাকা দিতে অস্বীকার করলে বাছাইকালে মনোনয়ন ফরম বাতিলসহ নানা ধরনের হুমকি দেয়া হয়।

অভিযোগকারীরা আরও বলেন, ফরমের ভুল সংশোধনের নামে ২ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত উৎকোচ নিয়েছেন দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা ও সমাজসেবা অফিসার মো. নুরুল ইসলাম। কিন্তু এমন কর্মকাণ্ডের পরেও ফরম বাতিলসহ নির্বাচনে ক্ষতির আশঙ্কায় কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।

অভিযোগের বিষয়ে জানতে গোমস্তাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মনোনয়ন ফরম সংশোধনের নামে কোনও টাকা নেয়া হয়নি। এছাড়া আমার অফিসের কেউ যদি টাকা নিয়ে থাকে সেই তথ্য জানা নেই।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেরাজুল ইসলাম বলেন, এমন অভিযোগ লিখিত আকারে পাওয়া যায়নি। পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।