সারা বাংলা

অজ্ঞাত কিশোরের মরদেহ বিলে

সতেরো বছরের অজ্ঞাত এক কিশোরের মরদেহ পড়ে ছিল রাস্তার পাশে বিলে। শুক্রবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে লক্ষ্মীপুরের রায়পুরের ঝাউডগি গ্রামের কফিল উদ্দিন হাওলাদার মোড়ের রাস্তার পাশের বিল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মরদেহটি উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। ওই কিশোরের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। পড়নে ছিল জিন্স প্যান্ট ও শরীরে লাল রংয়ের টি শার্ট। এঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। রাত ১১টা পর্যন্ত ওই কিশোরের স্বজনদের খোঁজ পাওয়া যায়নি। ঠিকানা ও স্বজনদের খোঁজে পুলিশের পক্ষ থেকে সারাদেশে ও থানার ফেইসবুকে বার্তা পাঠানো হয় বলে জানায় রায়পুর থানা পুলিশ।

রায়পুর সরকারি হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রুমা আক্তার বলেন, ‘মৃত কিশোরের শরীরের কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কিশোরের ঠিকানা ও স্বজনদের খোঁজ না পাওয়ায় অজ্ঞাত হিসেবে ডায়রি করা হয়েছে।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, ‘স্থানীয় গ্রামবাসীর সংবাদ পেয়ে অজ্ঞাতনামা কিশোরের (১৭) মরদেহ উদ্ধার করা হয়। ওই কিশোরের পরিচয় মিললে রায়পুর থানায় অথবা ০১৩২০১১২০০৭/০১৩২০১১২০০৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেন তিনি।