সারা বাংলা

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ রোভার স্কাউট সজীব

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ রোভার স্কাউট হয়েছেন জয়পুরহাটের সালেহুর রহমান সজীব। তিনি জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মডেল মাদ্রাসার কামিল ১ম বর্ষের শিক্ষার্থী।

শনিবার (২৩ অক্টোবর) দুপুরে গাজীপুরের বাহাদুরপুরে রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৪৫তম বার্ষিক কাউন্সিল সভায় শ্রেষ্ঠ রোভার স্কাউট, ইনোভেটিভ ও পারফরম্যান্স অ্যাওয়ার্ড প্রাপ্তদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের কমিশনার ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক কে এম রুহুল আমীন, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর এ. কে. এম সেলিম চৌধুরী, যুগ্ম সম্পাদক কে এম সোহেল।

শ্রেষ্ঠ হওয়ার পর সালেহুর রহমান সজীব বলেন, ছোটবেলা থেকেই বাংলাদেশ স্কাউটসের সাথে যুক্ত থেকে সামাজিক সেবামূলক কাজ করার ইচ্ছা ছিল। সেই ইচ্ছা পূরণ হয়েছে। আগামীতেও রোভারের সাথে যুক্ত থাকতে চাই।