সারা বাংলা

নরসিংদীতে ২২ ইউপি নির্বাচনে নৌকা পেলেন যারা

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নরসিংদীতে ভোটগ্রহণ আগামী ২৮ নভেম্বর। এইদিনে জেলার ৬টি উপজেলার মধ্যে দুইটি উপজেলার ২২টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।

এ ২২ ইউনিয়নে চেয়ারম্যান পদে চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এর মধ্যে রয়েছে নরসিংদী সদর উপজেলার ১০টি ও রায়পুরা উপজেলার ১২টি ইউনিয়ন।

রোববার (২৪ অক্টোবর) বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

নরসিংদী সদর উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন- চিনিশপুর ইউনিয়নের মো. নুরুজ্জামান, হাজীরপুর ইউনিয়নে মো. ইউসুফ খান পিন্টু, করিমপুর ইউনিয়ন মমিনুর রহমান, নজরপুর ইউনিয়নে মো. সাইফুল হক, পাঁচদোনা ইউনিয়নে মো. মাসুম বিল্লাহ, মেহরপাড়া ইউনিয়নে আজহার অমিত, শীলমান্দী ইউনিয়নে মো. গিয়াস উদ্দিন আহমেদ, আমদিয়া ইউনিয়নে আবদুল্লা ইবনে রহিজ, পাইকারচর ইউনিয়নে আবুল হাসেম ও কাঠাঁলিয়া ইউনিয়ন পরিষদে মো.এবাদুল্লাহ। 

রায়পুরা উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন- অলিপুরা ইউনিয়নের মো.ওবায়দুল হক, আদিয়াবাদ ইউনিয়েনে মো. সেলিম, চান্দেরকান্দি ইউনিয়নে মো. খোরশেদ আলম, ডৌকারচর ইউনিয়নে মোহাম্মদ গোলাম মোস্তফা, মরজাল ইউনিয়নে সানজিদা সুলতানা, মহেশপুর ইউনিয়নে আ. রউফ, মুছাপুর ইউনিয়নে মোহাম্মদ হোসেন ভূইয়া, মির্জাপুর ইউনিয়নের মো. সাদেক মিয়া, রাধানগর ইউনিয়নে মো. মোহর মিয়া, পলাশতলী ইউনিয়নে জাহাঙ্গীর আলম ভূইয়া, রায়পুরা ইউনিয়নে মো.আনোয়ার হোসেন হালিম ও উত্তর বাখরনগর ইউনিয়নে মো. হাবিব উল্লাহ।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করা যাবে ২ নভেম্বর পর্যন্ত। প্রার্থীতা যাচাই-বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর।