সারা বাংলা

নিষিদ্ধ মাগুর চাষ করায় একজনকে জরিমানা

গাজীপুর মহানগরের দেশীপাড়া এলাকায় বিক্রয় নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষ করার অপরাধে এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৬ অক্টোবর)  বিকেলে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সাদিক তানভীর স্থানীয় মাছ চাষী মো. হাছান উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, হাছান উদ্দিন চাষ ও বিক্রয় নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ করছেন এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পরে খবরের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুয়ায়ী মৎস চাষী হাছান উদ্দিনকে ৫ হাজার জরিমানা করেন আদালতের বিচারক এসএম সাদিক তানভীর। এসময় প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস কর্মকর্তা জান্নাতুল শাহীন।

গাজীপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস কর্মকর্তা জান্নাতুল শাহীন জানান, নিষিদ্ধ মাগুর মাছ চাষ করার অপরাধে ওই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।