সারা বাংলা

টাঙ্গাইলে ওষুধ কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত

টাঙ্গাইলে বড় ভাইয়ের সঙ্গে ওষুধ কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় খালিদ হাসান মামুন (২৪) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বড়ভাই বিপ্লব খান আহত হয়েছেন। 

বুধবার (২৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তারটিয়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। 

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই মো. নবীন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত  খালিদ হাসান টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া গ্রামের শাহজাহান খানের ছোট ছেলে। তিনি মির্জাপুর সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

নিহতের বোন জামাই একরামুল হাসান জানান, বিপ্লব ওষুধের ব্যবসা করেন। সকালে দুই ভাই মোটরসাইকেল নিয়ে ওষুধ কিনতে বহুরিয়া থেকে টাঙ্গাইল শহরের দিকে রওনা হয়। তারা তারটিয়া এলাকায় পৌঁছলে নাম না জানা একটি যান তাদের বহনকারী মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই খালিদ হাসান মারা যান।

এএসআই নবীন হোসেন জানান, খালিদ হাসানের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। আইনী পক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।