সারা বাংলা

গোমস্তাপুরে ২ চেয়ারম্যান প্রার্থীর অফিস ভাঙচুরের অভিযোগ

আসন্ন ইউপি নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

বুধবার (২৭অক্টোবর) রাতে রহনপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের মিশনমোড় পশ্চিমপাড়া আদিবাসী এলকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, দুর্বৃত্তরা প্রথমে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তোফিজুল ইসলাম মাষ্টারের নির্বাচনী কার্যালয়ে হামলা করে। পরে তারা পাশে থাকা স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান সোহরাবের অফিসও ভাঙচুর করে।

আওয়ামী লীগ প্রার্থী তোফিজুল মাষ্টার জানান, বুধবার কে বা কারা আমার নির্বাচনী অফিস ভাঙচুর করে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে।

মনিরুজ্জামান সোহরাব জানান, নৌকার প্রার্থীর পাশাপাশি আমার নির্বাচনী অফিসও সেখানে ছিল। কারা এবং কেন হামলা করলো সেটি আমাদের কাছে স্পষ্ট নয়। খবর পেয়ে প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

রিটার্নিং অফিসার মো. সিরাজুল ইসলাম বলেন, ওই ঘটনায় মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, রাতে ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। এখনো ওই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।