সারা বাংলা

লক্ষ্মীপুরে খালে পড়া নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে নির্মাণাধীন একটি ব্রিজ থেকে খালের পানিতে পড়ে তলিয়ে যাওয়া বাবুল হোসেন (৪৫) নামের নির্মাণ শ্রমিকের মরদেহ ৩০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে খাল থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দুরে বাবুলের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বাবুল ময়মনসিংহ জেলার গৌরীপুর গ্রামের সঞ্জু মিয়ার ছেলে। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এর আগে বুধবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে নির্মাণাধীন ওয়াপদা সেতুর কাজে ব্যবহৃত একটি ড্রাম উদ্ধার করতে গিয়ে খালের পানিতে পড়ে তলিয়ে যায় বাবুল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাত ঘণ্টা অভিযান চালিয়েও ওই শ্রমিকের সন্ধান পায়নি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল এসেছি। নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।