সারা বাংলা

ফেরি দুর্ঘটনা: এখনো আটকা ৩ ট্রাক

মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নাম্বার ঘাটে উল্টে যাওয়া ফেরি থেকে এখন পর্যন্ত ৮টি যানবাহন উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সর্বশেষ কাভার্ড ভ্যানটি উঠানো হয়। তবে এখনো অর্ধ ডুবন্ত ফেরিতে আটকে আছে ৩টি ট্রাক।

বিআইডাব্লিউটি এর সহকারী পরিচালক (উদ্ধার) ফজলুর রহমান রাইজিংবিডিকে এসব তথ্য জানান। তিনি বলেন, উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ও বেসরকারি কিছু উদ্ধারকারী জাহাজের সাথে কথা হচ্ছে। তারাও আমাদের সাথে যুক্ত হবে। কারণ ফেরিটির ওজন ৬০০ টনের মতন যা এই হামজা কিংবা প্রত্যয়ের পক্ষে সম্ভব না। তবে হামজা এবং প্রত্যয় দিয়ে আমরা ট্রাক গুলো উদ্ধার করব।

প্রত্যয় কখন নাগাদ পাটুরিয়া ঘাটে আসবে এমন প্রশ্নে তিনি কোনও সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি। ফজলুর রহমান আরও বলেন, ফেরি দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনও ব্যক্তি তার স্বজনের খোঁজে আসেননি এবং আমাদের কাছেও এরকম কোনও অভিযোগ নেই। সে হিসেবে বলে যায়, কোনও ব্যক্তি হয়তো নিখোঁজ নেই। তবুও আমাদের অনুসন্ধান চলবে।

উল্লেখ্য, বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে শাহ আমানত নামের ফেরিটি উল্টে যায়।