সারা বাংলা

ফেরি দুর্ঘটনা: তৃতীয় দিনের উদ্ধার অভিযান সমাপ্ত

মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নাম্বার ঘাটে উল্টে যাওয়া ফেরি উদ্ধারে তৃতীয় দিনের অভিযান শেষ হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) রাত ৯টার দিকে তৃতীয় দিনের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের যুগ্ম পরিচালক ও উদ্ধারকারী জাহাজ হামজার কমান্ডার এসএম সানোয়ার রাইজিংবিডিকে এসব তথ্য জানান।

তিনি বলেন, বুধবার প্রথম দিনের উদ্ধার অভিযানে একটি মোটরসাইকেল ও চারটি ট্রাক উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের অভিযানে পাঁচটি যানবাহন উদ্ধার করা হয়। আজ তৃতীয় দিনের উদ্ধার অভিযানে আরও তিনটি যানবাহন উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ১২টি যানবাহন উদ্ধার করা হলো। বাকী দুটি যানবাহন উদ্ধারে আগামীকাল অভিযান শুরু করা হবে।

উল্লেখ্য, বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়ার ৫ নাম্বার ঘাটে শাহ আমানত নামের ফেরিটি উল্টে যায়।