সারা বাংলা

নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু 

নাটোরের বড়াইগ্রামে হাঁসের খামারে শিয়ালের আক্রমণ ঠেকাতে জি আই তারে দেওয়া অবৈধ সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকির হোসেন (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) স্থানীয় ইউপি সদস্য আলম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে বুধবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মহানন্দগাছা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত জাকির হোসেন মহানন্দগাছা গ্রামের আব্দুল গফুরের ছেলে। তার ছোট ভাই জাহাঙ্গীর আলম বর্তমানে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। 

স্থানীয় ইউপি সদস্য আলম হোসেন জানান, মহানন্দগাছা বিলে পাশের গুরুমশৈল গ্রামের শামীম হোসেন হাঁসের খামার করেছেন। সেখানে শেয়ালের উপদ্রব ঠেকাতে খামারের চারপাশে জিআই তার দিয়ে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেন তিনি। বুধবার রাতে জাকির হোসেন ও তার ভাই জাহাঙ্গীর মাছ ধরে বাড়ি ফিরছিলেন। পথে বিদ্যুতের সংযোগ লাগানো খামারের বেড়ায় হাত দিলে তারা দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই বড় ভাই নিহত ও ছোট ভাই আহত হন। পরে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে জাহাঙ্গীরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।