সারা বাংলা

জাল টাকা তৈরির মেশিনসহ মা-ছেলে গ্রেপ্তার

বরগুনার পাথরঘাটার চরলাঠিমারা এলাকা থেকে জাল টাকা তৈরির মেশিনসহ মা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বামনা ও পাথরঘাটা থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা গ্রামের সৈয়দ সুমন হোসেন এর স্ত্রী মিনারা বেগম (৩৮) ও তার ছেলে মামুন মিয়া (২৩)।

পুলিশ জানায়, জাল টাকা দিয়ে মালামাল ক্রয়ের সময় সিভিল পোশাকে মামুনকে হাতেনাতে ধরে বামনা থানা পুলিশ। পরে মামুনের দেওয়া তথ্যমতে তার বাড়ি থেকে জাল টাকা তৈরির মেশিনসহ তার মা মিনারা বেগমকে গ্রেপ্তার করে পাথরঘাটা থানা পুলিশ।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার বলেন, এটি একটি বড় চক্র। তাদের কয়েকজন বরগুনার বাহিরের। আসামি মামুন যেহেতু বামনায় গ্রেপ্তার হয়েছে। তাই এই ঘটনার তদন্ত করবে বামনা থানা পুলিশ।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম বলেন, এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। আগামীকাল তাদের আদালতে পাঠানো হবে।