সারা বাংলা

টঙ্গীর মাজার বস্তির আগুন নিয়ন্ত্রণে, শতাধিক ঘর পুড়ে ছাই

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর মাজার বস্তিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (২৭ নভেম্বর) ভোররাত ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সেনাকল্যাণ ভবনের পাশে বস্তিটিতে আগুনের সূত্রপাত হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টঙ্গী ফায়ার সার্ভিসের চার ইউনিট ও উত্তরা থেকে চার ইউনিটসহ মোট ৮ ইউনিট ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে শতাধিক ঘর পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো  জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।