সারা বাংলা

প্রার্থী কে‌ন্দ্রে গি‌য়ে দেখ‌লেন ব‌্যালট নেই, পরে ভোট বর্জন 

টাঙ্গাইলের কা‌লিহাতী‌ উপজেলায় ইউপি নির্বাচ‌নে স্বতন্ত্র প্রার্থীর ব‌্যালট উধাও এবং এজেন্টদের কেন্দ্র থে‌কে বের ক‌রে দি‌য়ে নৌক‌ায় জাল ভোট দেওয়ার অভিযোগে চেয়ারম‌্যান প্রার্থী ভোট বর্জন ক‌রে‌ছেন। আর জাল ভোট দেওয়ার অভিযোগ তুলে আরেক প্রার্থীও ভোট বর্জন করেছেন। 

রোববার (২৮ ন‌ভেম্বর) দুপু‌রে উপজেলার সহদেবপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের মাসুদুর রহমান বালা ও আনারস প্রতী‌কের আইয়ুব আলী ভোট বর্জনের ঘোষণা দেন। 

স্বতন্ত্র প্রার্থী মাসুদুর রহমান বালা বলেন, ‘সকা‌লে সহদেবপুর ইউনিয়নের আকুয়া ভোট কে‌ন্দ্রে গি‌য়ে আমার মোটরসাইকেল প্রতী‌কের ব‌্যালট দেখ‌তে পাইনি। এছাড়াও কে‌ন্দ্রের প্রত্যেক কক্ষ থে‌কে এজেন্টদের বের ক‌রে দি‌য়ে নৌকা মার্কায় জাল ভোট দেওয়া হ‌চ্ছে। এটি দা‌য়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তার অব্যহিত কর‌লে তিনি কোনো ব‌্যবস্থা নেননি। এতে বাধ‌্য হ‌য়ে ভোট বর্জন কর‌তে হয়ে‌ছে।’

একই অভিযোগ ক‌রে‌ছেন আনারস প্রতী‌কের স্বতন্ত্র প্রার্থী আইয়ুব আলী। তিনি বলেন, ‘নৌকা প্রতীকে জোর করে ভোট নিচ্ছে, বাধা দেওয়ার কর্মীদের উপর হামলা করেছে নৌকার সমর্থকরা। এই জন্য ভোট বর্জন করছি।’  

কা‌লিহাতী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোবা‌শ্বের আলম ব‌লেন, ‘সহদেবপুর ইউনিয়নে একজন স্বতন্ত্র প্রার্থীর মোটরসাইকেল প্রতী‌কের ব‌্যালট কে‌ন্দ্রে পাওয়া যায়‌নি ব‌লে জে‌নে‌ছি। ত‌বে কেন ব‌্যালট পেপার ছিলো না, সেটা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে জেনে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হ‌বে।’