সারা বাংলা

লক্ষ্মীপুর পৌরসভা ও ১৩ ইউপিতে নৌকা, ৭টিতে বিদ্রোহী জয়ী 

লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া ৩৭ হাজার ৭০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।  

এ পৌরসভায় ১৫টি ওয়ার্ডে কাউন্সিলর পদে বিজয়ী হলেন ১নং ওয়ার্ডে গোলাম মোস্তফা (পানির বোতল), ২নং ওয়ার্ডে মো. আল আমিন (পাঞ্জাবি), ৩নং ওয়ার্ডে সুমন বিন তাহের পাটওয়ারী (পাঞ্জাবি), ৪নং ওয়ার্ডে আবুল কালাম (পাঞ্জাবি), ৫নং ওয়ার্ডে উত্তম দত্ত (উটপাখি) ৬নং ওয়ার্ডে আবুল খায়ের স্বপন (ডালিম) ৭নং ওয়ার্ডে কামাল উদ্দিন খোকন (পানির বোতল), ৮নং ওয়ার্ডে জাহিদুজ্জামান চৌধুরী রাসেল (উটপাখি), ৯নং ওয়ার্ডে মোহাম্মদ আলী (উটপাখি), ১০নং ওয়ার্ডে জসিম উদ্দিন (পাঞ্জাবি), ১১নং ওয়ার্ডে মাকছুদুর রহমান আলমগীর (উটপাখি), ১২নং ওয়ার্ডে রিয়াজ হোসেন রাজু (পাঞ্জাবি), ১৩নং ওয়ার্ডে আহসানুল করিম শিপন (উটপাখি), ১৪নং ওয়ার্ডে জহিরুল ইসলাম (পানির বোতল), ১৫নং ওয়ার্ডে মো. রাকিবুল হাসান ভূইয়া রাজিব (উটপাখি)। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২,৩ নং ওয়ার্ডে শাহিনা আক্তার ফেরদৌসী (চশমা), ৪, ৫, ৬ নং ওয়ার্ডে তাছলীমা আক্তার (আনারস), ৭, ৮, ৯ নং ওয়ার্ডে বেগম লুলু (চশমা), ১০, ১১, ১২ নং ওয়ার্ডে নাহিদা আক্তার রিনা (চশমা), ১৩, ১৪, ১৫ নং ওয়ার্ডে রাহিমা বেগম (আনারস) প্রতীকে নির্বাচিত হয়েছেন।

এদিকে তৃতীয় ধাপের জেলার রায়পুর ও রামগঞ্জের ২০টি ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩ জনসহ  নৌকা প্রতীকের ১৩ জন, বিদ্রোহী ৭ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতরা হলেন- রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুরে মো. নাছির খান (নৌকা), নোয়াগাঁও মো. সোহেল পাটোয়ারি (নৌকা), ভাদুরে মো. জাবেদ হোসেন (নৌকা), ইছাপুরে মো. আমির হোসেন খান (আনারস প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী) লামচরে ফয়েজুল্লাহ জিসান (মোটরসাইকেল প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী), দরবেশপুরে মো. মিজানুর রহমান (নৌকা), করপাড়ায় জাহিদ মির্জা (ঘোড়া প্রতীকে বিদ্রোহী), চন্ডিপুরে মো. সামছুল ইসলাম সুমন (মোটরসাইকেল প্রতীকে বিদ্রোহী), ভোলাকোট মো. দেলোয়ার হোসেন দিলু (চশমা প্রতীকে বিদ্রোহী) ও ভাটরায় শেখ সামছুল ইসলাম বুলবুল (আনারস প্রতীকে বিদ্রোহী)। 

রায়পুর উপজেলার উত্তর চর আবাবিলে জাফর উল্যাহ দুলাল হাওলাদার (বিদ্রোহী), উত্তর চর বংশীতে মো.আবুল হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীক), চর মোহনায় মোহাম্মদ সফিক পাঠান (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীক), সোনাপুরে বিএম ইউসুফ জালাল কিসমত (নৌকা), চর পাতায় মো. সুলতান মামুন রশীদ (নৌকা), কেরোয়ায় শাহিনুর বেগম রেখা (নৌকা), বামনীতে তাফাজ্জল হোসেন (নৌকা), দক্ষিণ চরবংশীতে আবু জাফর মো. সালেহ (নৌকা), দক্ষিণ চর আবাবিলে হাওলাদার নুরে আলম জিকু (নৌকা), রায়পুরে সফিউল আজম (নৌকা) নির্বাচিত হয়েছেন।

উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।