সারা বাংলা

চাঁপাইনবাবগঞ্জে স্বতন্ত্র মেয়র প্রার্থীর ভোট বর্জন

চাঁপাইনবাবগঞ্জ পৌর নির্বাচনে মোবাইল ফোন প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী সামিউল হক লিটন ভোট বর্জন করেছেন। 

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেল ৩ টার দিকে নিজ বাসভবনে এক সাংবাদ সম্মেলনে ভোট বর্জন করার ঘোষণা দেন তিনি।

লিটন বলেন, ‘নির্বাচনের সময় আমার ৬ জন সমর্থকে গ্রেপ্তার করা হয়েছে। মারধর করা হয়েছে আরো ৫ সমর্থককে। এছাড়া ভোট কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এ কারণে আমি ভোট বর্জনের ঘোষণা দিচ্ছি।’

তিনি আরো বলেন, ‘বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে দেখতে পেয়েছি প্রতিটি কেন্দ্রের প্রত্যেক ঘরে নৌকা প্রতীকের একাধিক এজেন্ট অবস্থান করছে। আমি যখন ১৬ নম্বর কেন্দ্রের তাজকেরাতুন প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে যাই, তখনও নৌকার সমর্থকরা আমাকে হেনস্থা করেছে। এ নির্বাচনে পুলিশ প্রশাসন আমাকে কোনো সহযোগীতা করেনি। ফলে আমি এ নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’

লিটন বলেন, ‘আমার জীবনে এ রকম বিশৃঙ্খল নির্বাচন কখনোই দেখেনি। আমি একজন মেয়র প্রার্থী হিসেবে জনগণের কাছে উন্নয়নের কথা বলবো। কিন্তু নৌকার সমর্থকরা এমন আচারণ করেছে যে, আমাকে বাড়ি থেকে বের হতে দেবেনা। বের হলেই আমাকে মারবে, ধরবে। আমি পৌরসভার মেয়র হতে পারলাম না, কিন্ত জনগণের কাছে মেয়র মনোনীত হয়েছি।’