সারা বাংলা

মেহেরপুরে হয়ে গেল পিঠা উৎসব

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা-পুলির সঙ্গে তরুণ প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে মেহেরপুরে হয়ে গেল দিনব্যাপী পিঠা উৎসব। 

শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে শহরের পৌর কমিউনিট সেন্টারে এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবটি চলে বিকেল ৪টা পর্যন্ত।

পিঠা উৎসবে মোট ১৪ টি স্টলে ভাপা, পুলি, পাকান, শিতল, পাঠিসাপটাসহ নানান ধরনের পিঠার পসরা সাজিয়ে বসেন তরুনীরা।  

কেন্দ্রীয় কুকিং ফাউন্ডেশনের সভাপতি লবী রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর কুকিং ফাউন্ডেশনের সভাপতি নয়না আফরোজ, সহসভাপতি লাইলা আরজুমান শিলা, হাবিবা পারভিন রনি প্রমুখ। 

অংশগ্রহণকারীরা জানান, তারা বাবা মায়ের সঙ্গে বিভিন্ন পিঠা তৈরি করে স্টলে নিয়ে এসেছেন। রয়েছে এ প্রজন্মের কিছু পিঠাও।