সারা বাংলা

চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিবন্ধী ভিক্ষুককে হত্যা চেষ্টার অভিযোগ

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচনে চেয়ারম্যান সোহরাব হোসেন খান ও তার সমর্থকদের বিরুদ্ধে খলিল খা নামে এক প্রতিবন্ধী ভিক্ষুককে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় বিচার চেয়ে শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় খলিল মাদারীপুর সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।

খলিল খা মস্তফাপুর ইউনিয়নের খৈয়রভাঙ্গা এলাকার রশিদ খার ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপের এ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে জয়ী হন সোহরাব খান। ওই নির্বাচনে খলিল অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমানের পক্ষে কাজ করেন। এতে ক্ষিপ্ত হয়ে খলিলকে শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে মস্তফাপুর বাসস্ট্যান্ডে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন সোহরাব খানের ভাই আনোয়োর খান ও তার ছেলে সজিব খানসহ বেশ কয়েকজন। পরে খলিল বাদী হয়ে সদর মডেল থানায় নবনির্বাচিত চেয়ারম্যানসহ তিনজনের নাম উল্লেখ করে অভিযোগ করেন।

খলিল বলেন, ‘শুক্রবার সকালে আমি মস্তফাপুর বাসস্ট্যান্ডে ভিক্ষা করতে যাই। ভিক্ষা করেই আমার সংসার চলে। বাসস্ট্যান্ডে একা পেয়ে সোহরাব খানের নির্দেশে তার ভাই ও ভাইর ছেলে দলবল নিয়ে আমার ওপর হামলা চালায়। আমাকে সবাই মিলে মারধর করে। আমি এ ঘটনার বিচার দাবিতে থানায় অভিযোগ দিয়েছি।’ 

সোহরাব খান অভিযোগ অস্বীকার করে বলেন, 'ভিক্ষুককে আমি মারধর কেন করবো। আমি কিছু করিনি। তবে ওই ভিক্ষুকের সঙ্গে একটু ঝামেলা হয়েছিল, যা পুলিশের এসআই খসরু এসে মিমাংসা করে দিয়েছেন।’

মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) এএইচএম সালাউদ্দিন বলেন, ‘থানায় এ বিষয় অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।’