সারা বাংলা

সিলেট সেনানিবাসে বঙ্গবন্ধুর ভাস্কর্য বজ্রকন্ঠ’র উদ্বোধন

সিলেট সেনানিবাসের চেকপোস্ট থেকে প্রায় দুশ’ মিটার পূর্বে অবস্থিত গোল চত্বরের নাম ‘মুজিব চত্বর’। জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে এই চত্বরেই স্থাপন করা হয়েছে তার ভাস্কর্য ‘বজ্রকন্ঠ’।  

রোববার (৫ ডিসেম্বর) ভাস্কর্য বজ্রকন্ঠ’র উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। 

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, সেনাকল্যাণ সংস্থার এবং সেনাসদর থেকে আগত অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভাস্কর্য বজ্রকন্ঠ’র উচ্চতা ১৫ ফুট। বেইজের উচ্চতা ৬ ফুট। দৃষ্টিনন্দন ভাস্কর্যটি সিলেট-তামাবিল সড়ক থেকেও দেখা যায়। এর মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন যেমন হলো, তেমনি আগামিতে ভাস্কর্যটি তার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত করবে।