সারা বাংলা

মন্দির থেকে শিবলিঙ্গসহ ২৯টি শিলা পাথর চুরি

পাবনার চাটমোহর উপজেলায় মন্দিরের জানালা ভেঙে বেশকিছু নারায়ণ শিলা পাথর, শিবলিঙ্গ চুরি হয়েছে। রোববার (৫ ডিসেম্বর) ভোররাতে উপজেলার হান্ডিয়াল মধ্য বাজারে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে চুরি হয়। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরের রক্ষণাবেক্ষণকারী প্রভাতী অধিকারী বলেন, তাদের বাড়ির উঠানে ব্যক্তিগত উদ্যোগে নির্মিত গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির রয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে মন্দিরে পাঠ কীর্তন ছিলো। আরতী শেষে ভক্তরা চলে যায়। রোববার (৫ ডিসেম্বর) ভোর ৫টার দিকে ফুল তুলতে গিয়ে তিনি মন্দিরের জানালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে গিয়ে চুরির বিষয়টি দেখতে পান।  

তিনি জানান, চোরেরা চারটি কষ্ঠি পাথরসহ ২৯টি নারায়ণ শিলা পাথর, একটি শিবলিঙ্গ, দুটি পিতলের আসন ও একটি কাঠের আসন চুরি করে নিয়ে গেছে। পরে চুরির বিষয়টি স্থানীয় পুলিশে জানানো হয়।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে।