সারা বাংলা

ঝালকাঠিতে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দক্ষিণের উপকূলীয় জেলা ঝালকাঠিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

সোমবার (৬ ডিসেম্বর) সকাল থেকে টানা বৃষ্টিতে জনজীবন স্তবির হয়ে পরেছে। বৃষ্টি সঙ্গে সঙ্গে শীতের প্রকোপ কিছুটা বেড়েছে।

জরুরি প্রয়োজন ছাড়া ঘড় থেকে কেউ বের হচ্ছেন না। এতে ভোগান্তিতে পরেছেন নিন্মআয়ের মানুষ। তবে বৃষ্টি অব্যহত থাকলেও জেলা নদীগুলোর পানি বৃদ্ধি পায়নি বলে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে।

দিন মজুর ইদ্রিস আলী বলেন,‘সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আজ আমাদের কাজ হবে না। বৃষ্টি হলে বড়লোকের কোনো সমস্যা হয় না। আমাদের মতো গরীবদের না খেয়ে মরতে হয়।’

রিকশাচালক জয়নাল আবেদিন বলেন, ‘বৃষ্টির মধ্যেও পেট চালানোর তাগিদে রিকশা নিয়ে রাস্তায় বের হয়েছি। রাস্তা ঘাটে লোকজনের যা আয় হবে তা দিয়ে সংসার চালাতে কষ্ট হবে।’