সারা বাংলা

রাজারহাট উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

‘সবাই মিলে বাঁধবো জোট, বাল্যবিয়ে করবো রোধ’এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের রাজারহাট উপজেলাকে প্রাথমিকভাবে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। 

সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার হেলিপ্যাড মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজন করে রাজারহাট উপজেলা প্রশাসন। এতে সহযোগীতা করে বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্প।  

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ। 

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম, জেলা শিক্ষা অফিসার শামছুল হক, রাজারহাট থানার ওসি রাজু সরকার, আরডিআরএস এর প্রধান উন্নয়ন সমন্বয়কারী আব্দুস সামাদ, প্লান ইন্টারন্যাশ বাংলাদেশে প্রকল্প সমন্বয়কারী নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ।

পরে বাল্য বিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকতে সবাইকে শপথ পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।