সারা বাংলা

পায়রা বন্দরের কাজে নিয়োজিত জাহাজ ডুবি

পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের সার্ভে কাজে নিয়োজিত এক্সপ্রেস-৫৪ নামের একটি জাহাজ ডুবে গেছে। এসময় জাহাজে থাকা ১২ নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় জেলেদের সূত্রে জানা যায়, পায়রা বন্দর চ্যানেলের খনন কাজের সার্ভে চলাকালে জাহাজটি ডুবে যায়।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান জানান, জাহাজটি ড্রেজিং কাজে যুক্ত ছিল। তবে এটি পায়রা বন্দরের জাহাজ নয়। বেলজিয়ামের ঠিকাদারি প্রতিষ্ঠান জানডিনুলের জাহাজ এটি।

পায়রা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন এসএম শরিফুর রহমান জানান, জাহাজ ডুবির ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধার হওয়া নাবিকরা সবাই সুস্থ আছেন। ডুবন্ত জাহাজটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস মিয়া জানান, এ বিষয়ে পায়রা বন্দর কর্তৃপক্ষ আমাদের কিছু জানায়নি।