সারা বাংলা

পল্টুনে ট্রাক উল্টে ফেরি চলাচল বন্ধ

পাবনার কাজিরহাট ফেরিঘাটের পল্টুনে ট্রাক উল্টে ফেরি চলাচল বন্ধ রয়েছে আরিচা-কাজিরহাট রুটে। যানবাহন পারাপার বন্ধ থাকায় আটকা পড়েছে প্রায় ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

যাত্রী ও চালকরা অভিযোগ করে বলেন, কাজিরহাট-আরিচা নৌপথে ছয় থেকে সাতটি ফেরির প্রয়োজন। কিন্তু চালু রয়েছে চারটি। যে চারটি চালু রয়েছে সেগুলো একদিকে যেমন ছোট ও ধীরগতির, তেমনি ত্রুটিযুক্ত।

কয়েকজন ট্রাকচালক ক্ষোভ প্রকাশ করে বলেন, মহাসড়কে ২-৩ দিন ধরে এভাবে বসে থাকতে হয়। ঘাটে ট্রাক টার্মিনাল থাকলে মহাসড়ক যেমন যানজটমুক্ত থাকতো তেমনি ট্রাক শ্রমিকদের থাকা, খাওয়া ও টয়লেট নিয়ে সমস্যা হতো না।

কাজিরহাট ফেরিঘাটের ব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন, দুপুর ১২টার দিকে ফেরিতে উঠতে গিয়ে একটি ট্রাক দেবে গেলে পেছনের আরও একটি ট্রাক উল্টে যায়। ট্রাক ২টি উদ্ধারে কাজ চলছে।

বিআইডব্লিউটিসির কাজিরহাট ফেরিঘাটের ব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন, দ্রুত ট্রাক দুটির মালামাল সরিয়ে ঘাট সচল করার চেষ্টা চলছে।