সারা বাংলা

কুশলা ও কলাবাড়ি ইউনিয়নে ভোট ৫ জানুয়ারি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ও কলাবাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পুনঃতারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইসির নতুন তফসিল অনুযায়ী  আগামী ৫ জানুয়ারি এই দুই ইউপিতে ভোটগ্রহণ করা হবে।  ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান মঙ্গলবার (৭ ডিসেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

ইসির নতুন তফসিলে বলা হয়েছে, কুশলা ও কলাবাড়ী ইউপির ভোট যে পর্যায়ে স্থগিত করা হয়েছিল, সেখান থেকেই আবার কার্যক্রম শুরু হবে।  পঞ্চম ধাপের ইউপি ভোটের সঙ্গে এই ইউপির ভোটগ্রহণের জন্য সিদ্ধান্ত দিয়েছে কমিশন। পঞ্চম ধাপে ৭০৭টি ইউপিতে আগামী ৫ জানুয়ারি ভোটগ্রহণ করার কথা রয়েছে।