সারা বাংলা

২০ হাজার টাকার জন্য শিশু হত্যা, আসামি গ্রেপ্তার

বগুড়ার সারিয়াকান্দিতে ২০ হাজার টাকা মুক্তিপণের দাবীতে অপহরণের পর হত্যা করা হয় শিশু রাজ মামুনকে (৯)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. ফরিদুল (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেয়া তথ্যমতে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।

তিনি বলেন, গত ৫ ডিসেম্বর শিশুটিকে অপহরণ করা হয়। পরবর্তীতে অপহরণকারী ব্যক্তি মুঠোফোনে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। এ ঘটনায় সারিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়।

পুলিশ সুপার বলেন, মামলার সূত্র ধরে সারিয়াকান্দি থানা পুলিশ ও ডিবি পুলিশের দল অভিযানে নামে। তথ্য-প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে অপহরণের পর মুক্তিপণ দাবিকারী ফরিদুলকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে সারিয়াকান্দি থানার বেড়া পাঁচবাড়িয়া গ্রামের চর এলাকার ধানক্ষেত থেকে রাজ মামুনের মরদেহ উদ্ধার করা হয়।