সারা বাংলা

খ্রিস্ট ধর্মপল্লীর ৩৫ মুক্তিযোদ্ধা পেলেন সম্মাননা

গাজীপুরের কালীগঞ্জে তুমলিয়া খ্রিস্টান ধর্মপল্লীর ৩৫ জন মুত্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে তুমলিয়া ধর্মপল্লীর সাধু মাইকেল অডিটোরিয়ামে এ সংবর্ধনা প্রদানের আয়োজন করে ওই পল্লীর  খ্রিস্ট ধর্মাবলম্বীরা।    মুজিব শতবর্ষ উদযাপন ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব এবং মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুমলিয়া ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার আলবিন গমেজ। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবুবকর মিয়া, ধর্মপল্লী ন্যায় ও শান্তি কমিটির আহবায়ক বাদল বেঞ্জামিন রোজারিও, মুক্তিযোদ্ধা সন্তোস লুইস গমেজ, তুমলিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিপা রোজলিন কস্তা। 

পরে স্থানীয় নৃত্য, অভিনয় ও সংগীত শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং  ৩৫ মুক্তিযোদ্ধার নামের ফলক উন্মোচন করা হয়।