সারা বাংলা

তিনদিনের ছুটিতে পাটুরিয়ায় যানবাহনের চাপ, ভোগান্তি 

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে যানবাহনের চাপ কমেনি। টানা তিন দিনের ছুটিতে যানবাহনের চাপ বাড়ায় পাটুরিয়া ঘাট পারের অপেক্ষায় রয়েছে সহস্রাধিক যানবাহন। এতে করে এ নৌরুট পার হতে আসা সাধারন যাত্রী ও যানবাহনের শ্রমিকদের ভোগান্তি বেড়েছে।    বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

যশোরগামী যাত্রী সুফিয়া বেগম বলেন, ‘দুপুর ১২ টার দিকে ঘাট এলাকায় আসছি। এখন দুপুর গড়িয়ে বিকাল হওয়ার পথে। কখন ফেরি পার হবো, বাড়ি যাবো আর কখন ছুটি কাটাবো। ছুটি তো এখন ভোগান্তিতে রুপ নিয়েছে।’ 

আরেক যাত্রী মিত্র সরকার বলেন, ‘অনেকদিন পর তিন দিনে ছুটি থাকায় পরিবার নিয়ে গ্রামে যাচ্ছি। সঙ্গে ছোট শিশুরা থাকায় ওদের নিয়ে বেশি ভোগান্তিতে পড়েছি।’ 

কুষ্ঠিয়াগামী প্রাইভেটকার চালক রফিক মুন্সি বলেন, ‘পাটুরিয়ার ৫ নম্বর ঘাট এলাকায় প্রবেশ করতেই কয়েক ঘন্টা সময় লেগে গেছে। টেপড়ার ভেতর দিয়ে ছোট গাড়িগুলো প্রবেশ করছে। তারপরও যানবাহনের বাড়তি চাপে ফেরিতে উঠাই কষ্টসাধ্য।’ 

ট্রাক চালক লুৎফর বিশ্বাস বলেন, ‘টানা ছুটিতে ঘাট এলাকায় পরিবহন বাস ও প্রাইভেটকারের চাপ বেড়েছে। এসব যানবাহন অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করায় সাধারন পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রয়েছে। হঠাৎ কিছু ট্রাক পারাপার করলেও তা খুব নগন্য। বুধবার সন্ধ্যায় ঘাট এলাকায় এসেও এখনো পাটুরিয়া ঘাট পার হতে পারিনি।’ 

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, ‘পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ কমাতে ৭ কিলোমিটার আগেই সংযোগ সড়ক সাধারন পণ্যবাহী ট্রাকগুলো সিরিয়ালে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ঘাট এলাকায় চাপ কমলে ট্রাক সিরিযাল অনুয়ায়ী ছেড়ে দেওয়া হবে।’ 

 বিআইডব্লিটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, ‘টানা তিন দিনের সরকারি ছুটি থাকায় বুধবার সন্ধ্যার পর থেকে ঘাট এলাকায় পরিবহন বাস ও ছোট গাড়ির চাপ বেড়েছে। এসব যানবাহন অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করায় ট্রাক টার্মিনালে চারশো ট্রাক আটকা পড়েছে। আজও পাটুরিয়া ঘাট পারের অপেক্ষায় ৬০০ ছোট গাড়ি সিরিয়ালে রয়েছে। এদিকে বেশ কিছু পরিবহন বাসও সিরিয়ালে রয়েছে। ফলে এ নৌরুট পার হতে আসা যাত্রী ও পরিবহন শ্রমিকদের ভোগান্তি বেড়েছে।’

তিনি আরো বলেন, ‘পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ৮ টি ছোট ফেরি ও ৮ টি বড় ফেরি দিয়ে যানবাহন ও সাধারন যাত্রী পারাপার করা হচ্ছে।’