সারা বাংলা

ভোটের আগেই মারা গেলেন মেম্বার প্রার্থী

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পঞ্চম ধাপে ধরঞ্জী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী খাইরুল ইসলাম (৫৯) মারা গেছেন। শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ভোটারদের সঙ্গে নির্বাচন বিষয়ে কথা বলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, খাইরুল ইসলাম এর আগেও ধরঞ্জী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। আগামী ৫ জানুয়ারি এই নির্বাচনকে ঘিরে শনিবার দুপুরে নিজ বাড়িতে ভোটারদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ বুকের ব্যথা অনুভব হলে স্বজনরা জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।  

পাঁচবিবি উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, নির্বাচনের আগে যদি কোন চেয়ারম্যান প্রার্থী মারা যায় সেক্ষেত্রে নির্বাচন স্থগিত হতো। যেহেতু খাইরুল ইউপি সদস্য সেক্ষেত্রে নির্বাচন স্থগিত হবে না। 

তিনি আরো বলেন, আগামী ১৯ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করা যাবে এবং ২০ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।