সারা বাংলা

ভূমিহীন বিমলের ঘরে একসঙ্গে ৩ সন্তানের জন্ম

লালমনিরহাটের আদিতমারী উপজেলার মশুর দৌলজোর গ্রামের সম্পা রাণী (২১) নামে এক নারী একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে সম্পা রাণীর প্রসব ব্যথা শুরু হলে তাকে জেলা শহরের বেসরকারি ক্লিনিকে নেয়া হয়। রাত ১১টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনটি সন্তানের জন্ম হয়। এরমধ্যে একটি ছেলে, অন্য দুটি মেয়ে। সম্পা রাণী ও তিন সন্তান সুস্থ রয়েছে। 

একসঙ্গে তিন সন্তান প্রসবের খবর ছড়িয়ে পড়লে ক্লিনিকের অন্য ওয়ার্ড এবং আশপাশের উৎসুক মানুষ প্রসুতি বিভাগে ভিড় করে। ক্লিনিকের পরিচালক মোকছেদুল ইসলাম বলেন, দক্ষ ডাক্তার আর আল্লাহর অশেষ মেহেরবানিতে ঠিকভাবে অপারেশন সম্পন্ন হয়। বাচ্চাগুলো কম ওজনের হওয়ায় তাদের অতিরিক্ত যত্নের প্রয়োজন।

সম্পা রাণীর পরিবার অভাবি হওয়ায় বাচ্চাগুলো সুস্থ রাখতে ক্লিনিকের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করা হচ্ছে এবং তিনি ব্যক্তিগতভাবে ওই পরিবারকে সহযোগিতা করবেন বলে জানান মোকছেদুল ইসলাম। 

সম্পার স্বামী বিমল চন্দ্র আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের মৃত সুবাস চন্দ্রের ছেলে। তিনি ভূমিহীন এবং পেশায় দিনমজুর। বিমল চন্দ্র বলেন, ‘স্ত্রী ও নবজাতক তিন সন্তানের খাবার, ঔষধ এবং চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন, যা সংগ্রহ করা আমার পক্ষে কঠিন। বুঝতে পারছি না এখন কীভাবে কী  করবো?’