সারা বাংলা

১ হাজার কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ

চাঁদপুরে কোস্ট গার্ডের পৃথক ২টি অভিযানে ১ হাজার কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) সকালে পশ্চিম-দক্ষিণ ধেররা এবং হাজীগঞ্জ মাছের আড়ৎ থেকে এই জেলিযুক্ত বিষাক্ত চিংড়ি জব্দ করা হয়।

চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. রুহান মনজুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৪৮টি ককসিট থেকে প্রায় ১ হাজার কেজি জেলি যুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।

এ সময় অবৈধ চিংড়ি ব্যবসায়ীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ ও সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ এর উপস্থিতিতে এই জেলি যুক্ত চিংড়িগুলো মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।