সারা বাংলা

শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

গোপালগঞ্জে রোজিনা বেগম (৩২) নামে এক গৃহবধূকে তার স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে স্বামী রুবেল সিকদার পলাতক রয়েছেন।

রোববার (২৬ ডিসেম্বর) গভীর রাতে গোপালগঞ্জ শহরের পূর্ব মিয়াপাড়া রোডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

সোমবার (২৭ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিত ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

রোজিনা বেগম সদর উপজেলার পাইকেরডাঙ্গা গ্রামের কালাম মোল্লার মেয়ে।

নিহতের ফুফাতো বোন জোসনা বেগম জানান, তিনি সকালে ঘরে গিয়ে লেপমুড়ি দিয়ে শুয়ে থাকতে দেখেন রোজিনাকে। এসময় ডাকাডাকি করলে রোজিনা সাড়া না দিলে লেপ সড়িয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। এসময় এলাকাবাসীকে জানালে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রত‌্যক্ষদর্শী শিশু ও নিহতের ফুফাতো বোনের মেয়ে স্বর্ণার বরাত দিয়ে এসআই বিশ্বজিত ঘোষ জানান, রোববার গভীর রাতে তুচ্ছ বিষয় নিয়ে রুবেল সিকদারের সঙ্গে তার স্ত্রী রোজিনা বেগমের কথাকাটা কাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর এক পর্যায়ে স্ত্রীর গলায় মাফলার পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান তিনি।

সকালে খবর পেয়ে ওই বাসায় গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পলাতক স্বামী রুবেল সিকদারকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। খবর শুনে পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।