সারা বাংলা

কুমিল্লায় প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যার অভিযোগ

কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনী সহিংসতায় ফরহাদ হোসেন (১৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৭ ডিসেম্বর) রাত ৮ টার রক্তাক্ত অবস্থায় ওই তরুণকে উদ্ধার করে স্থানীয় এলাকাবাসী। পরে ফেনী সদর হাসপাতালে নিলে রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তরুণ উপজেলার গুণবতী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আহমেদ ভুঁইয়া খোকনের সমর্থক ছিলেন।

খোকনের ভাষ্য, নৌকা প্রতীকের টি-শার্ট গায়ে দেওয়াকে কেন্দ্র করে ফরহাদ হোসেনকে কুপিয়ে হত্যা করেছে মোস্তফা কামালের লোকেরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন মোস্তফা কামাল।

পুলিশ বলছে, ওই রুণ ট্রেনে কাটা পড়ে মারা গেছে, নাকি কেউ তাকে কুপিয়ে হত্যা করেছে সেটা তদন্তের বিষয়।

নবনির্বাচিত চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, সোমবার আমি নির্বাচন পরবর্তী ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বের হই। রাত সাড়ে ৯টার দিকে জানতে পারি একটি ছেলেকে কে বা কারা মেরেছে। তবে এ ঘটনার সঙ্গে আমি বা আমার নেতাকর্মীরা জড়িত নই। আমি প্রকৃত অপরাধীর বিচার চাই।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, শুনেছি রেললাইনের পাশে তাকে রক্তাক্ত আহত অবস্থায় পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।