সারা বাংলা

নির্বাচনকে ঘিরে হট্টগোল, আতঙ্কে একজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাকে দুলাল কালু (৩০) নামের একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) রাতে তার নিজ বাড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বড় নবাব-জায়গীর এলাকায় মারা যান তিনি। ওই ব্যক্তি মৃত আহসান আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোযাফফর হোসেন।

ওসি মোযাফফর জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম (ফুটবল প্রতীক) ও মুঞ্জুর হোসেন (মোরগ প্রতীক) এ দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে বুধবার সন্ধায় ছালকাঠি বাজারে নির্বাচনকে ঘিরে হট্টগোল হয়।

দুলাল ফুটবল প্রতীকের প্রার্থীর সমর্থক। সে হট্টগোলের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার সময় মোরগ প্রতীকের প্রার্থীর লোকজন তাকে ঘেরাও করে। সেখানকার পরিস্থিতি খারাপ হলে সে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরে আসে।

ওসি পরিবারের বরাত দিয়ে জানান, দুলাল বাড়িতে আসার পরপরই বুক ব্যথায় ভুগতে থাকেন। ক্রমশই তার শরীরের অবস্থা খারাপ হতে থাকে। দুলালের আগে থেকেই হার্টের সমস্যা ছিল। প্রাথমিকভাবে ভয়ের কারণে আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুলালের লাশ চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালের মর্গে আনা হয়েছে। সুরতহাল রিপোর্ট প্রস্তত করে ময়নাতদন্ত করে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান ওসি মোযাফফর হোসেন।