সারা বাংলা

স্ত্রী হত্যার দায় স্বীকার করে স্বামীর জবানবন্দি

গোপালগঞ্জে স্ত্রী রোজিনা খানম হত্যা মামলায় গ্রেপ্তার স্বামী রুবেল সিকদার আদালতে দায় স্বীকার করে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন।

রোববার (২ জানুয়ারি) গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক হাসিবুল হাসানের আদালতে জবানবন্দি দেন তিনি।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নড়াইলের লোহাগাড়া থেকে শনিবার রাতে রুবেল সিকদারকে গ্রেপ্তার করে হয়। পরে তাকে গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক হাসিবুল হাসানের আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে সে স্ত্রী হত্যার কথা স্বীকার করেছে।

প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর রাতে গোপালগঞ্জ শহরের পূর্ব মিয়াপাড়া এলাকার রেজাউল শেখের ভাড়া বাসা থেকে রোজিনা খানমের মরদেহ উদ্ধার করা হয়। হত্যার শিকার রোজিনা বেগম সদর উপজেলার পাইকেরডাঙ্গা গ্রামের কালাম মোল্লার মেয়ে।