সারা বাংলা

ভাগ্নের সহায়তায় ভোট দিলেন শতবর্ষী বৃদ্ধ

গোপালগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভাগ্নের সহায়তায় ভোট দিলেন এক শতবর্ষী বৃদ্ধ। তার নাম গঞ্জর আলী মোল্যা। 

বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে গোপালগঞ্জ সদর উপজেলার ১৫ ইউনিয়নে ভোটগ্রহণ হচ্ছে। 

সকাল সাড়ে ৯টার দিকে শতবর্ষী বৃদ্ধ গঞ্জর আলী মোল্যা তার ভাগ্নে আশরাফুল মোল্যার সহায়তায় ভোট দিতে গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হাজির হন। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে ধরে নির্ধারিত স্থানে নিয়ে যান। পরে তাকে ভোট দেওয়ার জন্য তিনটি ব্যালট পেপার দেওয়া হয়। তিনি নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ব্যালট পেপার বাক্সে ফেলেন।

ভাঙা ভাঙা কণ্ঠে গঞ্জর আলী রাইজিংবিডিকে বলেন, ‘ভোট দিতে আমি ভাগ্নের সঙ্গে  গোপীনাথপুর চরপাড়া গ্রামে থেকে এই কেন্দ্রে এসেছি। পছন্দের প্রার্থীকে ভোটও দিয়েছি।’

গঞ্জর আলীর ভাগ্নে রাইজিংবিডিকে বলেন, ‘সকাল থেকেই ভোট দেওয়ার জন্য মামা কেন্দ্রে আসতে চান। তার বয়স ১০০ বছর। একা একা চলাফেরা করতে পারেন না। তাই আমি তাকে ভোটকেন্দ্রে নিয়ে আসি। এখানে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। তিনি পছন্দের প্রার্থীকে ভোটও দিয়েছেন।’