সারা বাংলা

আসামি ছিনিয়ে নিতে হামলা, ৬ পুলিশ সদস্য আহত

জামালপুরের সরিষাবাড়িতে আসামি ছিনিয়ে নিতে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্র ঘেরাও করে হামলার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহতরা হলেন- তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ, এস আই সুলতান মাহমুদ, শফিউল আলম সোহাগ, এএসআই মেহেদী মাসুদ, পুলিশ কনস্টেবল খোকনুজ্জামান ও সোলায়মান।

শুক্রবার (৭ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একাধিক মামলার আসামি মোর্শেদকে গ্রেপ্তার করা হয়। খবর পেয়ে সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের লোকজন আসামি ছিনিয়ে নিতে চেষ্টা চালায়। ব্যর্থ হয়ে পুলিশ তদন্ত কেন্দ্রে ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় ৬ পুলিশ সদস্য আহত হন।

অভিযোগের বিষয়ে সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক জানান, এ ঘটনার সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। আমাকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ জানান, সকালে মোর্শেদকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে আসামি পক্ষের লোকজন পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। ব্যর্থ হয়ে তদন্ত কেন্দ্রে হামলা চালায়। এতে ৬ পুলিশ সদস্য আহত হন।